১৩ মার্চ ২০২৫ইং সকাল ১০.৩০ ঘটিকায় রোজভিউ হোটেলের ক্রিস্টাল-১ সম্মেলন কক্ষে এসএমই ফাউন্ডেশন ও আইএলও এর যৌথ উদ্যোগে সিলেটে একটি ডিভিশনাল লেভেল পলিসি ডায়লগ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জনাব রামেন্দ্রনাথ বিশ্বাস।


আরও উপস্থিত ছিলেন কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট এডভাইজার জনাব রিফুল জান্নাত, আইএলও বাংলাদেশ এর প্রজেক্ট হেড এন্ড চিফ টেকনিক্যাল এডভাইজার জনাব পেড্রো জেআর. ব্যালন, এসএমই ফাউন্ডেশন এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ নাজিম হাসান সাত্তার, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক জনাব আকতার হোসেন খান, সিলেটে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, এসএমই উদ্যোক্তা, চেম্বার ও এসোসিয়েশনের প্রতিনিধি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক/ অর্থনীতিবিদ এবং সংশ্লিষ্ট অংশীজন প্রমুখ।