আজ বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫) উদ্বোধন হলো রাজধানীর অভিজাত হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর বিশেষ আয়োজন “রমজানের বিশেষ মিসরীয় রাত ফিচারিং বুফে ইফতার ফলোড বাই বুফে ডিনার”। এই ব্যতিক্রমী উৎসব চলবে ২২ মার্চ ২০২৫ পর্যন্ত।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন মিশর অ্যাম্বেসির মাননীয় ডেপ্যুটি চিফ অব মিশন সোহেলিয়া মাহ্রান, পাকিস্তান হাইকমিশন এর মাননীয় হাইকমিশনার সৈয়দ মারুফ, হোটেল ইন্টারন্যশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসরাত হোসেন খান, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসিফ আহমেদ।




অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা এর পরিচালক (ফুড এন্ড বেভারেজ) কাজি মোয়াজ্জেম হোসেন, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা এর পাবলিক রিলেশন ম্যানেজার মোঃ নাফিউজ্জামান। এছাড়াও অন্যান্য কূটনৈতিক ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।












অনুষ্ঠানে অতিথিরা মিশরীয় ঐতিহ্যবাহী খাবারের অনন্য স্বাদ উপভোগ করেন এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতির এক বিশেষ অভিজ্ঞতা অর্জন করেন।




এই আয়োজনের মূল আকর্ষণ বিশ্ববিখ্যাত দুই মিশরীয় শেফ—শেফ আল খালিফা ও শেফ রামাদান আহমেদ, যাঁরা অতিথিদের জন্য সরাসরি প্রস্তুত করছেন সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাবার, যার মধ্যে রয়েছে কুশারি, মোলোখিয়া, গ্রিলড ল্যাম্ব, মাহশি, কুব্বা, কাওয়ারে, বামইয়া সহ আরও অনেক কিছু।


ব্র্যাক ব্যাংকসহ ২০টি নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য বিশেষ অফার— ১টি বুফে ইফতার কিনলেই থাকছে ১টি, ২টি বা ৩টি ফ্রি বুফে ইফতার। বুফে ইফতার ক্রয় করলেই থাকছে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা সিঙ্গেল এয়ার টিকেট জেতার সুযোগ। এই বিলাসবহুল বুফে ইফতার ও ডিনারের মূল্য ৬,৯৫০ টাকা।

সীমিত আসনের কারণে আগেভাগে বুকিং করা বাধ্যতামূলক। বুকিং ও বিস্তারিত জানতে কল করুন— +৮৮০১৭১৩৩৮২৬০৯, +৮৮০১৭১৩০৩০৫২৮। এছাড়াও হোটেলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তথ্য জানা যাবে।