গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির উদ্যোগে মাসব্যাপী গণ-ইফতার ২০২৫-এর দ্বিতীয় ধাপের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৬ নম্বর ওয়ার্ডের আমজাদ আলী সরকার গার্লস স্কুল মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এই গণ-ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
গণ-ইফতার মাহফিলের দ্বিতীয় ধাপের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহ্উদ্দীন। এই আয়োজনে বিপুল সংখ্যক রোজাদার অংশ নেন এবং মিলিতভাবে ইফতার করেন।