শনিবার (১ মার্চ ২০২৫) বাংলাদেশে স্থানীয় সরকারে নারীর উপর BARD-JICA যৌথ সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে শাসনব্যবস্থায় নারীর ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়।
সেমিনারে নারী উন্নয়ন ফোরাম (WDF) সম্পর্কিত গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল তুলে ধরা হয় এবং স্থানীয় সরকার সংস্কারের মধ্যে নারীর নেতৃত্ব বৃদ্ধির জন্য চ্যালেঞ্জ, সুযোগ এবং নীতিগত হস্তক্ষেপগুলি অন্বেষণ করা হয়।
স্থানীয় সরকার সংস্কার কমিশনের (LGRC) চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার এবং LGRC সদস্য মিসেস মাশুদা খাতুন সহ বিশিষ্ট বক্তারা নারীর অংশগ্রহণ জোরদার করার উপর অন্তর্দৃষ্টি ভাগ করে নেন।
জনাব মো. নজরুল ইসলাম (RDCD সচিব) এর সভাপতিত্বে, অনুষ্ঠানে ড. সৈয়দা লাসনা কবিরের মূল বক্তব্য এবং JICA এর প্রধান প্রতিনিধি জনাব ইচিগুচি তোমোহিদের বক্তব্য ছিল।
জনাব সাইফ উদ্দিন আহমেদ (BARD ডিজি) এর সঞ্চালনায় একটি আকর্ষণীয় আলোচনায় নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়ার জন্য মূল্যবান ধারণা তুলে ধরা হয়।