পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ ২০২৪) রাজধানীর শেরাটন ঢাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহদ শুহাদা ওথমান। এছাড়া ওআইসি ও আসিয়ানভুক্ত দেশের মান্যবর হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ, বিএমসিসিআই-এর সাবেক সভাপতি, পরিচালনা পর্ষদের সদস্যগণ এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।