পবিত্র রমজান উপলক্ষে বিজিএমইএ-এর নির্বাচনী জোট ফোরাম শনিবার (৮ মার্চ, ২০২৫) বিকেলে গল্ফ গার্ডেন, আর্মি গল্ফ ক্লাব (কুর্মিটোলা)-এ এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করে। এই মাহফিলে বিজিএমইএ-এর সম্মানিত সদস্যবৃন্দ ও ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফোরামের প্যানেল লিডার জনাব মাহমুদ হাসান খান (বাবু), ফোরামের সভাপতি জনাব এম এ সালাম, ফোরামের মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী, বিজিএমইএ-এর সাবেক প্রেসিডেন্ট ড. রুবানা হক, সাবেক প্রেসিডেন্ট আনিসুর রহমান সিনহা, সাবেক প্রেসিডেন্ট আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), ফোরামের চট্টগ্রাম বিভাগের প্যানেল লিডার জনাব সেলিম রহমান সহ পোশাকশিল্পের সাথে সম্পৃক্ত আরও সম্মানিত ব্যক্তিবর্গ।

ফোরামের এই আয়োজনের মাধ্যমে একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন, মতবিনিময় এবং পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। সম্মানিত অতিথিরা এই ধরনের ইফতার মাহফিলের মাধ্যমে বিজিএমইএ-র সম্মানিত সদস্যদের একত্রিত করার গুরুত্ব তুলে ধরেন।