তৈরি পোশাক খাতের গর্ভবতী শ্রমিকদের পুষ্টি সহায়তা নিশ্চিতে ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে বিকেএমইএ’র সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে মহিলা বিষয়ক অধিদপ্তর।
এতে স্বাক্ষর করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক কেয়া খান।
বিকেএমইএ ছাড়াও বিজিএমইএ ও এলএফএমইএবি’র সাথেও চুক্তি স্বাক্ষর করে মহিলা বিষয়ক অধিদপ্তর। কর্মসূচি বাস্তাবায়নে কারিগরি সহায়তা দিবে জাতীসংঘের সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।

চুক্তি অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বিকেএমইএ, বিজিএমইএ ও এলএফএমইএবি’র মোট ৭০০টি সদস্য কারখানায় এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে বিকেএমইএর’ সদস্য কারখানা রয়েছে ১৮০ টি। তবে পরবর্তীতে পর্যায়ক্রমে সব সদস্য কারখানায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে।
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মোট ১৬,৮০০ গর্ভবতী নারী শ্রমিককে পর্যায়ক্রমে ৮০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। সুবিধাভোগীরা একটানা ৩৬ মাস এ ভাতা পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিউএফপি’র বাংলাদেশ কান্ট্রি অফিসের হেড অব পার্টনারশিপ, কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টিং কুন লি, এলএফএমইএবি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মাদ নাজমুল হাসান, বিজিএমইএ’র প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।