বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি জনাব তাবিথ আউয়াল সোমবার (৩ মার্চ, ২০২৫) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচগুলি নিয়ে আলোচনা করেন। বৈঠকে বাফুফে সহ-সভাপতি জনাব ফাহাদ করিমও উপস্থিত ছিলেন।
আলোচনার সময় উভয় পক্ষই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য ফুটবলকে সেতু হিসেবে কাজ করার বিষয়ে তাদের আশাবাদ ব্যক্ত করেন।