March 14, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ২০২৫ সালের জেসিআই ঢাকা সিগনেচারের লোকাল প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন জনাব সাফাত মাকসুদ অমি

২০২৫ সালের জেসিআই ঢাকা সিগনেচারের লোকাল প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন জনাব সাফাত মাকসুদ অমি

Image

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ইং, রোজ শুক্রবার, জেসিআই বাংলাদেশ ক্লাবে অনুষ্ঠিত এক্সট্রা অর্ডিনারি জেনারেল অ্যাসেম্বলিতে জেসিআই ঢাকা সিগনেচার ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে সাফাত মাকসুদ অমি সর্বসম্মতভাবে নির্বাচিত হন। তিনি নেতৃত্বে এসে যুব ক্ষমতায়ন, উদ্ভাবন এবং সমাজসেবামূলক উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। পেশাগতভাবে, তিনি iLIVEN গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক, যা বাংলাদেশের রিয়েল এস্টেট এবং গার্মেন্টস শিল্পের অন্যতম পথপ্রদর্শক প্রতিষ্ঠান।

২০২৪ সালে লোকাল সেক্রেটারি জেনারেল (এসজি) হিসেবে দায়িত্ব পালন করা জনাব অমি জেসিআই ঢাকা সিগনেচারের সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নির্বাচনের পর তিনি বলেন, “আমাদের জেসিআই- এর সদস্যবৃন্দ এবং দেশের যুবসমাজই আমাদের সংগঠন, অর্থনীতি ও জাতির চালিকাশক্তি। তাদের উন্নয়ন ও সুযোগ বৃদ্ধিই হবে আমার প্রধান লক্ষ্য।”

জেসিআই ঢাকা সিগনেচার আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI)-এর একটি শক্তিশালী চ্যাপ্টার, যা নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবামূলক কার্যক্রমে নিবেদিত। ৫,০০০-এর বেশি সক্রিয় সদস্য নিয়ে জেসিআই বাংলাদেশ দেশের দ্রুততম বর্ধনশীল যুব নেতৃত্ব ভিত্তিক সংগঠন হিসেবে স্বীকৃত।

Scroll to Top