March 14, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪: সিইসি

দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪: সিইসি

Image

দেশের মোট ভোটার সংখ্যা বর্তমানে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার (২ মার্চ, ২০২৫) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন তিনি।

সিইসি জানান, বর্তমানে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং নারী ভোটারের সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। তিনি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে এবং জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, জানুয়ারি মাসে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বর্তমানে ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। নির্বাচন কমিশন জনগণকে একটি নিরপেক্ষ, মুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ও সংশ্লিষ্টরা অংশ নেন।

Scroll to Top