March 14, 2025

শিরোনাম
  • Home
  • বিনোদন
  • দ্য ওয়েস্টিন ও শেরাটন ঢাকার বিশেষ রমজান বুফে: ঐতিহ্য ও স্বাদের অনন্য আয়োজন

দ্য ওয়েস্টিন ও শেরাটন ঢাকার বিশেষ রমজান বুফে: ঐতিহ্য ও স্বাদের অনন্য আয়োজন

Image

পবিত্র রমজান মাসে দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা মাসব্যাপী বিশেষ রমজান বুফে ঘোষণা করেছে। এতে থাকছে ঐতিহ্যবাহী দেশীয়, ভূমধ্যসাগরীয়, আরবি এবং উপমহাদেশীয় সুস্বাদু খাবারের সমারোহ। ব্যাংক এশিয়ার সহযোগিতায় এই দুই হোটেলের বিশেষ রমজান আয়োজনের দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ শেফ রিমোন ওবাইদ, স্বপন রোজারিও, আহমেত গুলার এবং সাঈত দুরসান।

দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্টস-এর আকর্ষণীয় খাবারের মধ্যে থাকছে ঢাকাইয়া হাঁড়ি গোশত, অক্সটেইল স্ট্যু, প্রিমিয়াম ল্যাম্ব শ্যাংক, আরবি কাবসা এবং তুর্কি তুলুম্বা, পিস্তাচিও বাকলাভা ও লাইভ কুনাফার মতো মিষ্টি আইটেম।

অন্যদিকে, শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পেশাওয়ারি গরুর নলি নেহারি, বিভিন্ন তুর্কি কাবাব, ল্যাম্ব ওউজি, সিফুড পায়েলা এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাবাবসহ আরও অন্যান্য সব খাবার। শেরাটনের অন্যতম আকর্ষণীয় মিষ্টান্ন কোল্ড মিল্ক বাকলাভাও রয়েছে তালিকায়।

১১ হাজার ৯৯০ টাকায় ওয়েস্টিন ঢাকায় এবং ১২ হাজার ৯৯০ টাকায় শেরাটন ঢাকায় প্রতিদিন পাওয়া যাবে একটি জমকালো বুফে ইফতার ও ডিনার। এছাড়া, সিজনাল টেস্টস এবং দ্য গার্ডেন কিচেনে প্রতি শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির আগের রাতে এক বিশেষ বুফে সাহরি পরিবেশন করা হবে। দ্য ওয়েস্টিনে ৬ হাজার ৯৯০ টাকাং এবং শেরাটন ঢাকায় ৭ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে এই সাহরি।

২০টিরও বেশি ব্যাংক থেকে নির্বাচিত কার্ডগুলোর গ্রাহকরা উপভোগ করতে পারবেন ১টি কিনুন ১টি পান (বাই ওয়ান গেট ওয়ান) অফার। ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্বাচিত কার্ডধারীদের জন্য একটি কিনুন তিনটি পান (বাই ওয়ান গেট থ্রি) অফার রয়েছে। ব্যাংক এশিয়া কার্ডধারীরা সম্পূর্ণ রমজান মাসজুড়ে ইফতার, ডিনার এবং সাহরির জন্য বিশেষ এই বাই ওয়ান গেট থ্রি অফার উপভোগ করতে পারবেন। এমনকি সিজনাল টেস্টস ও দ্য গার্ডেন কিচেনের সৌজন্যে ভাগ্যবান অতিথিরা জিততে পারেন ইথিওপিয়ান এয়ারলাইনস, এয়ার ইন্ডিয়া ও এয়ার আরাবিয়ার ফিরতি বিমান টিকিট।

যারা ঘরে বসে পরিবারের সঙ্গে ইফতারের বিশেষ মুহূর্ত উপভোগ করতে চান, তাদের জন্য দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা নিয়ে এসেছে তিনটি ক্যাটাগরিতে প্রিমিয়াম ইফতার বক্স। দ্য ওয়েস্টিন ঢাকায় ১১ হাজার ৯৯০ টাকায় প্লাটিনাম, ৮ হাজার ৯৯০ টাকায় গোল্ড এবং ৭ হাজার ৯৯০ টাকায় সিলভার বক্স। শেরাটন ঢাকায় ১২ হাজার ৯৯০ টাকায় লাক্সারি, ৯ হাজার ৪৯০ টাকায় প্রিমিয়াম এবং ৮ হাজার ৪৯০ টাকায় ক্লাসিক বুফে থাকছে। এছাড়াও, ঐতিহ্যবাহী রমজান স্পেশাল শাহী হালিম ও জিলাপি উভয় হোটেল থেকে সংগ্রহ করা যাবে।

যারা বৃহৎ পরিসরে ইফতার, ডিনার বা সাহরি আয়োজন করতে চান, তাদের জন্য দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা নিয়ে এসেছে অত্যাধুনিক ব্যাঙ্কোয়েট ভেন্যু। বিশেষভাবে, শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুম এবং সংলগ্ন এলাকা এক হাজারেরও বেশি অতিথি ধারণ করতে সক্ষম।

তথ্য ও বুকিংয়ের জন্য যোগাযোগ করুনÑ দ্য ওয়েস্টিন ঢাকা: +৮৮০ ২২২২ ২৯১৯৮৮, শেরাটন ঢাকা: +৮৮০ ২৫৫ ৬৬৮১১১

Scroll to Top