বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল ১১টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সাথে একটি ফলপ্রসু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার আয়োজন করা হয় বিসিআইয়ের আমন্ত্রণে, যেখানে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। এ সময় উভয় দেশের মধ্যে শিল্প এবং ব্যবসা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিসিআইয়ের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, পরিচালক চৈতন্য কুমার দে (চয়ন), এবং যেয়াদ রহমান। এ ছাড়া, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলামও তাঁর বক্তব্যে আলোচনা করেন।
বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল সভায় বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরেন।
এ সভায় আরও উপস্থিত ছিলেন বিসিআই পরিচালক শহিদুল ইসলাম নিরু, জিয়া হায়দার মিঠু, জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান, এবং বিসিআই সদস্যরা।