March 14, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বিসিআইয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিসিআইয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image

বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল ১১টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সাথে একটি ফলপ্রসু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার আয়োজন করা হয় বিসিআইয়ের আমন্ত্রণে, যেখানে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। এ সময় উভয় দেশের মধ্যে শিল্প এবং ব্যবসা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিসিআইয়ের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, পরিচালক চৈতন্য কুমার দে (চয়ন), এবং যেয়াদ রহমান। এ ছাড়া, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলামও তাঁর বক্তব্যে আলোচনা করেন।

বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল সভায় বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে যৌথভাবে কাজ করার সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরেন।

এ সভায় আরও উপস্থিত ছিলেন বিসিআই পরিচালক শহিদুল ইসলাম নিরু, জিয়া হায়দার মিঠু, জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান, এবং বিসিআই সদস্যরা।

Scroll to Top