March 14, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং ইসলামি ব্যাংকের যৌথ উদ্যোগে রমজানের বর্ণীল সাজ ও জমকালো আয়োজন

প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং ইসলামি ব্যাংকের যৌথ উদ্যোগে রমজানের বর্ণীল সাজ ও জমকালো আয়োজন

Image

পবিত্র মাহে রমযানের মহিমার স্নিগ্ধতায় ছেয়ে গেছে পুরো মুসলিম বিশ্ব। ঘরে ঘরে পালিত হবে আসন্ন পবিত্র মাহে রমযান এবং প্রতিদিনই চলবে ইফতারের বিশেষ আয়োজন। পবিত্র এই মাস উদযাপন উপলক্ষে বর্ণালী সাজে সাজবে সোনারগাঁও হোটেল এবং সাথে একমাত্র ব্র‍্যান্ড পার্টনার হিসেবে আছে ইসলামি ব্যাংক। ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে এবং প্রতি বছরের ধারাবাহিকতায় এই বছরও ঢাকার আইকনিক পাঁচ তারকা হোটেল সোনারগাঁওতে রয়েছে জমকালো আয়োজনের সমারোহ।

পবিত্র রমজান মাসে, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা একটি চমৎকার রূপান্তরের মধ্য দিয়ে যায়, যেখানে অতিথিরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নিমগ্ন হন এর অপূর্ব থিম্যাটিক সজ্জ্যর মাধ্যমে। হোটেলের সমস্ত প্রধান প্রবেশপথ চমৎকারভাবে নকশা করা চাঁদ, ফানুস এবং ইসলামী মোটিফ দিয়ে সজ্জিত, যা অতিথিদের আত্মিক শান্তি ও উৎসবের আনন্দে সাদরে অভ্যর্থনা জানায়। সোনালি, সবুজ এবং গাঢ় নীল রঙের সূক্ষ্ম পর্দা এবং ঝলমলে ফেয়ারি লাইট রমজানের মর্মার্থ প্রতিফলিত করে এমন এক পরিবেশ সৃষ্টি করে।

হোটেলের লবি এলাকাটি জাঁকজমকের সাথে উজ্জ্বল হয়ে ওঠে, যেখানে ঐতিহ্যবাহী উপাদান যেমন আরবি ক্যালিগ্রাফি, মাশরাবিয়া নকশার শৈল্পিক প্রদর্শনী এবং খেজুর গাছ ও ফুলের শোভাময় সজ্জা জায়গা করে নেয়। একটি দৃষ্টিনন্দন কেন্দ্রীয় প্রদর্শনীতে প্রায়শই আলোকিত চাঁদ বা ফানুস প্রদর্শিত হয়, যা রমজানের চাঁদের প্রতীক হিসেবে থাকে।

ডাইনিং এলাকাগুলি একটি প্রাণবন্ত তবে শান্ত পরিবেশে রূপান্তরিত হয়, যা ইফতার এবং সেহরির জন্য আদর্শ। থিমযুক্ত টেবিল সেটিংস-এ এমব্রয়ডারি করা রানার, সোনালী ফানুস এবং সুশোভিত বাসনপত্র ব্যবহৃত হয়, যা মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী সৌন্দর্যের প্রতিফলন ঘটায়। নরম এবং পরিবেষ্টিত আলো ডাইনিং অভিজ্ঞতাকে উন্নত করে, একত্রিত হওয়া এবং আত্মচিন্তার পরিবেশ সৃষ্টি করে। উৎসবের আনন্দ বাড়াতে, বিশেষ কোণাগুলি ঐতিহ্যবাহী খাবারের উপর আলোকপাত করে, যেখানে ডেজার্ট প্রদর্শনী, লাইভ কুকিং স্টেশন এবং কারুকার্যপূর্ণ খেজুরের বিভিন্ন ধরন সুন্দরভাবে সজ্জিত ছাউনির নিচে সাজানো থাকে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার রমজানের সজ্জা ঐতিহ্য ও আধুনিক বিলাসিতার মধ্যে একটি নিখুঁত মিশ্রণ তৈরি করে, যা পবিত্র মাসের মর্মার্থকে মৃত করে এক মুগ্ধকর পরিবেশ গড়ে তোলে।

পবিত্র এই মাস জুড়ে পাওয়া যাবে সকলের পছন্দের সোনারগাঁও হোটেলের ঐতিহ্যবাহী ও বিখ্যাত হালিম এবং জিলাপি। আধা কেজি এবং এক কেজি ওজনে পাওয়া যাবে বিখ্যাত সোনারগাঁও শাহি জিলাপি যার নির্ধারিত মূল্য যথাক্রমে ১৮৫০ টাকা এবং ৩২৫০ টাকা। এরই সাথে সোনারগাঁও শাহি মাটন হালিম পাওয়া যাবে মাত্র ৩,২৫০ টাকা এবং ৪,৬৫০ টাকায়।

হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্ট এ আয়োজিত এই জাঁকজমক বুফে ইফতার এর আয়োজন থাকবে যেখানে প্রায় ২১ টি নির্দিষ্ট ব্যাংক কার্ডের বিপরীতে ১টি বুফে ইফতার কিনলেই পাওয়া যাবে যথাক্রমে ১টি, ২টি ফ্রি অথবা ৩টি বুফে সম্পূর্ণ ফ্রি। প্রতিদিনই রয়েছে রকমারি খাবারের বুফে ইফতার যা পাওয়া যাচ্ছে যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬,৯৫০ টাকায়। তদুপরি, প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বিশেষ সুহুরের ব্যবস্থা থাকবে, যা মাত্র ৪,৫০০ টাকা জনপ্রতি যা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উপভোগ করা যাবে। তাছাড়াও এবারে সোনারগাঁও হোটেলের ইফতার আয়োজনে প্রথমবারের মত বিকাশ গ্রাহকেরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই পেয়ে যাবেন ১টি বুফে ইফতার এর সাথে আরেকটি সম্পূর্ণ ফ্রি।

বাহারি রকম মুখরোচক খাবারের আকর্ষণীয় আয়োজনের পাশাপাশি পবিত্র এই রমজান মাস উপলক্ষে সোনারগাঁও হোটেলে থাকবে অনেকগুলো আকর্ষণীয় রুম অফার। প্রতি রাত মাত্র ১২,৯৯৯ টাকায় বাংলাদেশী নাগরিকগণ পাচ্ছেন আকর্ষণীয় ডিলাক্স রুম এবং এই প্যাকেজে রুমের সাথে সকালের নাস্তা অথবা সাহরি থাকছে সম্পূর্ণ ফ্রি।

সকল প্রকার অফারের ব্যাপারে বিস্তারিত তথা জানতে অতিথিগন ৮৮ ০১৭১৩৩৮২৬০৯ অথবা -৮৮০১৭১৩০৩০৫২৮ নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারবেন। এছাড়াও হোটেলের অফিসিয়াল ফেইসবুক পেইজ মাধ্যমেও বিস্তারিত জানা যাবে

Scroll to Top