বিজিএমইএ’র প্রশাসক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য ও বিজিএমইএ’র নেতৃবৃন্দ রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) এস.এম. মনিরুজ্জামান, চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষ, চট্টগ্রাম—এর সাথে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ’সময় উপস্থিত ছিলেন— বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী, বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ—সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, নাসিরউদ্দিন চৌধুরী, বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশ, সাইফ উল্লাহ মনসুর, বিজিএমইএ ও চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষের উদ্ধর্তন কর্মকর্তাগণ।
বিজিএমইএ’র প্রশাসক মোঃ আনোয়ার হোসেন বলেন— চট্রগ্রাম বন্দর রপ্তানিমুখী তৈরী পোশাক শিল্পের পণ্য আমদানি—রপ্তানিতে ব্যাপক ভূমিকা রেখে আসছে। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে অর্থ্যাৎ ৮১.২৯% তৈরী পোশাক শিল্প থেকে। তিনি পোশাক শিল্পের আমদানি ও রপ্তানি কার্যক্রম দ্রুততার সাথে সম্পাদনে বন্দর কতৃর্পক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দর সেবার উপর আরোপিত বিভিন্ন চার্জ ও মূসক সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য অনুরোধ করেন।