শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এফ মাইনর ব্যান্ডের গারো গায়িকা পিংকি প্যাট্রিসিয়া চিরান চারটি ভাষায় (চাকমা, গারো, সিলেটি নাগরী এবং বাংলা) “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি গেয়েছেন।