বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১-দফা” উপলক্ষে শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল। সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।