নরসিংদীর সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউট মাঠে আয়োজিত এক জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশে অবশ্যই নির্বাচন হতে হবে, তবে তা যেনতেন প্রকারের নয়। জনগণ একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চায়, যেখানে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থাকবে না।”
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ভোটার তালিকা থাকা প্রয়োজন। ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া এবং নতুন ভোটারদের যথাযথভাবে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।”
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনেক প্রবাসী জুলাই আন্দোলনের অংশ হিসেবে বিদেশেও কারাবরণ করেছেন। তারা রেমিট্যান্স বন্ধ রেখে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। আমরা তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানাই।”
দলের নিবন্ধন বাতিলের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিবাদ আপাতত বিদায় নিয়েছে, কিন্তু আমরা এখনো আমাদের দলীয় নিবন্ধন ফিরে পাইনি। এটি দেশের গণতন্ত্রের জন্য লজ্জার বিষয়। অন্যায়ের কাছে মাথা নত না করার কারণেই আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। আমরা অবিলম্বে দলীয় প্রতীকসহ আমাদের নিবন্ধন পুনর্বহালের দাবি জানাচ্ছি।”
জেলা জামায়াতের আমির মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য মাওলানা আ.ফ.ম আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, এডভোকেট মশিউল আলম, মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার, মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ.জ.ম রহুল কুদ্দুস এবং নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন।