রাঙ্গামাটি প্রতিনিধিঃ
“তথ্যের অধিকার সুশাসনের হাতিয়ার, তথ্য শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” স্লোগানে তথ্য মেলা ২০২৫ শুরু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) রাঙ্গামাটি শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর রাঙ্গামাটি জেলা সভাপতি বাঞ্ছিতা চাকমা’র সভাপতিত্ব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ রাজু আহমেদ, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল।
মেলায় জেলা তথ্য অফিস, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩৪টি স্টল রয়েছে।
মেলায় হাফ ম্যারাথন, নাগরিক সংলাপ, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সরকারি পরিষেবা বিষয়ক সেবা সংলাপ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।