March 14, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন

আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন

Image

বাংলাদেশে আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত, মাননীয় মি. কেভিন কেলি সোমবার (১০ ফেব্রুয়ারী, ২০২৫) বিকেলে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা জনাব মো. তৌহিদ হোসেনের সাথে তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আইরিশ রাষ্ট্রদূত মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাকে তার নতুন ভূমিকা ও দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানকে ঐতিহাসিক হিসেবে তুলে ধরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আইরিশ সরকারের প্রস্তুতির কথা জানান। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন এবং সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার জন্য আইরিশ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আইরিশ সরকারের প্রতি তার অভিপ্রায় সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে মাননীয় উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগগুলি তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের উপর আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আয়ারল্যান্ডের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন এবং বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করে এই বিষয়ে একটি টেকসই সমাধানের জন্য মিয়ানমারের উপর যথাযথ আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানান। মাননীয় উপদেষ্টা আয়ারল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদানের সুবিধা প্রদানের অনুরোধ জানান।

উভয় পক্ষ জিএসপি+, উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা, এবং বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনসহ বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন।

Scroll to Top