বৃহস্পতিবার (৩০ জানুয়ারী, ২০২৫) বাংলাদেশে জাপানের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রদূত সাইদা শিনিচি মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাইদা মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করার এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার জন্য দৃঢ়ভাবে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
উভয় পক্ষ অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী সমস্যাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেছেন। তারা “কৌশলগত অংশীদারিত্ব”-এর আওতায় বিস্তৃত ক্ষেত্রে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছেন।