March 14, 2025

শিরোনাম
  • Home
  • রাজধানী
  • বেগম খালেদা জিয়া ভালো আছেন, হাসিনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান: মির্জা ফখরুল

বেগম খালেদা জিয়া ভালো আছেন, হাসিনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান: মির্জা ফখরুল

Image

অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা ও যুক্তরাষ্ট্রে তাঁর চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, “ম্যাডাম ভালো আছেন। ট্রিটমেন্ট চলছে।”

রবিবার (৯ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি এদিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন।

তিনি বলেন, “বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অর্ভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে… আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই। দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে, যার জন্য সম্পূর্ণভাবে দায়ী হাসিনার ফ্যাসিস্ট রেজিম। আমাদের সাবধানতার সঙ্গে এগোতে হবে। আমাদের অর্জিত সফলতাকে ধরে রাখতে হলে ধাপে ধাপে অগ্রসর হতে হবে।”

এদিন বিকাল ৪টা ৫৮ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিমান ঢাকায় অবতরণ করে। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে ফিরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

গত ৬ ও ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দেন বিএনপির প্রতিনিধি দল।

সফর সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত সফল হয়েছে। যে উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম, তা পূরণ হয়েছে।”

তিনি আরও বলেন, “অন্ধকারকে অন্ধকার দিয়ে দূর করা যায় না, আলো দিয়েই অন্ধকার দূর করতে হয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে তিনি বলেন, “আমরা তো বাইরে ছিলাম, তাই এ বিষয়ে বিস্তারিত জানি না। তবে ‘অপারেশন ডেভিল হান্ট’ মানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সেটি ইতিবাচক দিক। এতদিন পর বোধোদয় হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি।”

Scroll to Top