March 15, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, জেবিসিসিআই, এবং জেট্রো ঢাকা যৌথভাবে সেমিনার আয়োজন করে

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, জেবিসিসিআই, এবং জেট্রো ঢাকা যৌথভাবে সেমিনার আয়োজন করে

Image

রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ (এসসিবি), জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই), এবং জেট্রো ঢাকা যৌথভাবে “জেভিসিএ গাইডলাইনস, ট্রেড এগ্রিমেন্টস, অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। ওয়েস্টিন ঢাকায় অনুষ্ঠিত এই ইভেন্টে জেবিসিসিআই, জেট্রো, শু-কু-কাই, বাংলাদেশ ব্যাংক, জাইকা বাংলাদেশ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটি (বিডা), এবং অন্যান্য সম্মানিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে যৌথ venture capital agreement (জেভিসিএ) গাইডলাইন, বাণিজ্য চুক্তি, এবং বিনিয়োগ সহায়তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, জাপানি কোম্পানিগুলোর জন্য সম্ভাব্য সুযোগ, এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে গভীরভাবে আলোচনা করেন।