মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি, ২০২৫) বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, ঢাকা মহানগর বাড্ডা জোন আয়োজিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম। তিনি বলেন, আগামীদিনে ক্রীড়া প্রতিযোগিতার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে ক্রীড়াকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি।
ড. কাইয়ুম তার বক্তব্যে বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা মানসিক ও শারীরিকভাবে আরও উন্নত হবে। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে এবং তাদেরকে সেভাবেই গড়ে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমে যেন তারা মেধা বিকাশের সুযোগ পায়।”
তিনি আরও বলেন, “প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে পারলে খেলাধুলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা শারীরিকভাবে সুস্থ থাকবে, মানসিকভাবে উন্নত হবে এবং সমাজ ও দেশের প্রতি ভালোবাসা বাড়বে। তারা পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জি এম শামসুল হক, মোঃ মনির হোসেন, ফয়েজ আহমেদ ফরু। এছাড়াও উপস্থিত ছিলেন নগর উত্তর বিএনপির সদস্য মাহাবুবুল হক শাহীন, বাড্ডা বিএনপির আহবায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ম আহবায়ক এমদাদুল হক, আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ।