March 15, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • উচ্চ ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে এফবিসিসিআই প্রশাসকের সাথে ব্যবসায়ীদের বৈঠক

উচ্চ ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে এফবিসিসিআই প্রশাসকের সাথে ব্যবসায়ীদের বৈঠক

Image

এফবিসিসিআইর সাবেক পরিচালক ও বৈষম্যমূলক করবৃদ্ধি প্রতিরোধ কমিটির আহ্বায়ক জনাব শহীদুল হক মোল্লার নেতৃত্বে ৯ (নয়) সংগঠনের নেতৃবৃন্দ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে প্রশাসক জনাব মো. হাফিজুর রহমান এর সাথে সাক্ষাৎ করেন।

এসময়ে ব্যবসায়ীরা বলেন, ২০২৪-২০২৫ সালের মাঝামাঝি সময়ে এসে কৃষি যন্ত্রাংশসহ শতাধিক পণ্যের উপর অতিরিক্ত মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক বৃদ্ধি করে সরকার গেজেট প্রকাশ করেছে। ব্যবসায়ী অংশীজনদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই এই উচ্চ ভ্যাট বৃদ্ধি উদ্বেগজনক। উচ্চ ভ্যাট আরোপের ফলে কৃষি যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেলে ভোক্তাপর্যোয়ে তার প্রভাব পড়বে।

এসময় সরকারের কাছে ব্যাংক ঋণের সুদ হার পূর্বের ন্যায় সিংগেল ডিজিটে নিয়ে আসা, বৈদেশিক মুদ্রার যোগান স্বাভাবিক এবং মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার এবং বন্দরসমূহের সক্ষমতা বৃদ্ধির দাবি জানান তারা।

ব্যবসায়ীদের দাবি ও সুপারিশগুলো সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হবে বলে জানান এফবিসিসিআই প্রশাসক জনাব মো. হাফিজুর রহমান।

সাক্ষাতে এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি জনাব মীর নিজাম উদ্দিন আহমেদ, জনাব নিজামউদ্দিন রাজেশ, সাবেক পরিচালক জনাব গিয়াসউদ্দিন চৌধুরী (খোকন), বৈষম্যমূলক করবৃদ্ধি প্রতিরোধ কমিটির সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম স্বপন, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারী মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হার্ডওয়্যার এন্ড মেশিনারি মার্চেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ ইলেকট্রিক্যাল মটর পাম্প ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ বেয়ারিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নবাবপুর দোকান মালিক সমিতি ও বাংলাদেশ ইলেকট্রিক থ্রী-হুইলার ম্যানুফ্যাকচারার এন্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।