March 15, 2025

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত

কালিয়াকৈর উপজেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত

Image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (১৯ জানুয়ারি ২০২৫) কালিয়াকৈর উপজেলা বিএনপি আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিয়াঁ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব পারভেজ আহমেদ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি এবং শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় প্রার্থনা করা হয়।