March 15, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ

Image

আজ ১৯ জানুয়ারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ঘোষক এবং দেশের সপ্তম রাষ্ট্রপতি। তার অসামান্য নেতৃত্ব, দূরদর্শিতা এবং উন্নয়নমুখী নীতিমালা বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মনসুর রহমান ছিলেন একজন সরকারি কর্মকর্তা, এবং মাতা জাহানারা খাতুন গৃহিণী। শৈশবে কলকাতা এবং পরে করাচিতে তার শিক্ষা জীবন অতিবাহিত হয়। ১৯৫৩ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং পেশাগত দক্ষতায় দ্রুত এগিয়ে যান।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা শুরুর পর তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, যা মুক্তিযোদ্ধা ও সমগ্র জাতিকে উজ্জীবিত করে। তিনি মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে জেড ফোর্সের নেতৃত্ব দেন।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান দেশের রাজনৈতিক নেতৃত্বে আসেন। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তার শাসনামলে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, কৃষি ও শিল্পখাতের উন্নয়ন, এবং গ্রামীণ উন্নয়নে ‘দুইটি গরু ও একটি ঘর’ প্রকল্পসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি, তিনি ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেন।

তার ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শেরেবাংলা নগরে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা।

এ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনাপ্রধান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এছাড়াও তারা যুক্তরাজ্যে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন।

জিয়াউর রহমানের নেতৃত্ব ও আদর্শ বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। তার প্রবর্তিত নীতি ও দর্শন বিএনপির মূল ভিত্তি হিসেবে আজও অনুসরণ করা হচ্ছে।

Scroll to Top