কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) এর যৌথ আয়োজনে ১৫-১৮ জানুয়ারি, চার দিনব্যাপী চলছে ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫ – উইনটার এডিশন। একইসাথে অনুষ্ঠিত হচ্ছে ৭ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫।
প্রদর্শনী চলাকালীন ১৬ জানুয়ারি বিকাল ২:৩০টা থেকে ৪:৩০টা পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সহ-আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ফ্রম ফেব্রিক্স টু ফ্যাশন: দ্যা কম্পিটেটিভ এডজ অফ গ্লোবাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার।
সেমিনার পরিচালনা করেন সেমস-গ্লোবালের চিফ কনসালট্যান্ট ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ। সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ইঞ্জিনিয়ার এ এন এম আহমেদ উল্লাহ (পিএইচডি), ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাউথইস্ট ইউনিভার্সিটি; মোঃ মাহমুদুর রহমান মিলন, কো-চেয়ারম্যান, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন প্রেস অ্যান্ড মিডিয়া; মাশরাকা বিনতে মোশাররফ, স্বত্বাধিকারী, ক্রিয়েটিভ কানেকশনস; সোহালী সাজিয়া মিথিলা, প্রতিষ্ঠাতা ও সিইও, বিডোরা ব্যাগ ও হস্তশিল্প। সেমিনারে বিভিন্ন সেক্টরের শতাধিক অংশগ্রহণকারী অংশ নেন।

বক্তারা কিভাবে বিভিন্ন দেশে কাঁচামাল সংগ্রহ করা হয় এবং এই প্রক্রিয়া কীভাবে বৈশ্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার দ্বারা প্রভাবিত হয় তা নিয়ে আলোচনা করেন। আলোচকবৃন্দ বর্তমানে পরিবেশ বান্ধব পণ্য উৎপাদনের দিকে ধাবিত হওয়ার আহবান জানান। পাশাপাশি, সাপ্লাই চেইনের মান বজায় রাখতে কি কি কৌশল অবলম্বন করা প্রয়োজন তা নিয়েও আলোচনা করেন।