March 15, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে চাল আমদানির সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে চাল আমদানির সমঝোতা স্মারক স্বাক্ষর

Image

বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন (TCP) মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫) চাল আমদানির জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

বাংলাদেশের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল খালেক এবং পাকিস্তানের পক্ষে TCP-এর চেয়ারম্যান সৈয়দ রাফেও বশির শাহ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ঢাকায় অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব শাকিল আহমেদ মাংনেজো, এবং বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান। তাঁরা উভয় পক্ষকে এই গুরুত্বপূর্ণ চুক্তির জন্য অভিনন্দন জানান, যা দুই দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

চুক্তি স্বাক্ষরের পর, পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের মাননীয় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাতের শেষে, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফের পক্ষ থেকে খাদ্য উপদেষ্টাকে একটি চালের উপহার তুলে দেন পাকিস্তানের হাইকমিশনার।

Scroll to Top