শতাধিক পণ্যে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির সমালোচনা এবং এফবিসিসিআইয়ের (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সংস্কার ও দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে পড়বে। পাশাপাশি বিনিয়োগে নিরুৎসাহিত হবেন ব্যবসায়ীরা।
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে উৎপাদন খরচ ইতোমধ্যেই বেড়ে গেছে বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা। রবিবার (১৩ জানুয়ারি, ২০২৫) বিকেলে সংগঠনটির আহ্বায়ক ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন রাজেশ, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমির হোসেন নূরানী, হাজী আবুল হাশেম, সৈয়দ মো. বকতিয়ার হোসেন, ইসহাকুল হোসেন সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।