গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বিএনপি এবং পাঁচ দলের লিয়াজোঁ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) বিকেল সোয়া তিনটায় শুরু হওয়া এ বৈঠকে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বৈঠকে গণ অধিকার পরিষদ (নুরু-রাশেদ), গণ ফোরাম, বাম গণতান্ত্রিক ঐক্য, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), এবং বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)-এর প্রতিনিধি সদস্যরা অংশ নেন।