October 24, 2025

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার

Image

গত বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) ভারতের ত্রিপুরায় একদল জনতার দ্বারা তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

এই জঘন্য কাজটি মানবাধিকার এবং আইনের শাসনের একটি অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনার জন্য তীব্র উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে তারা এই ঘটনার অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করুক এবং এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাক। অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

বাংলাদেশ সরকার জোর দিয়ে বলছে যে, জাতীয়তা নির্বিশেষে সকল ব্যক্তি, তারা অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।

Scroll to Top