নর্থসাউথ উনিভাটিসিটিতে অনুষ্ঠিত হলো সিএসডি একাডেমি (কমিউনিকেশন স্কিলস ডেভেলপমেন্ট একাডেমি) আয়োজিত ভয়েস অফ ইয়ুথ| তরুণ প্রজন্ম জেন-জি দের অদূর ভবিষ্যতে তাদের করজীবন প্রতিষ্ঠিত হওয়ার কলাকৌশল, কর্মসংস্থান পরিধি, নিজেদের চৌকোশ ও দক্ষ করার দিক নির্দেশনা নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।

আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় নায়ক সজল নূর, তিনি বলেন ‘এই প্রজন্ম অনেক মেধাবী সম্পন্ন, আমাদের সময়ে এতো প্লাটফর্ম সুযোগ সুবিধা ছিলোনা যা আজ এই প্রজন্ম পাচ্ছে, যেখানে তাঁদের মেধা বিকাশের অনেক সুবিধা সুযোগ তৈরী হচ্ছে অল্প সময়েই| কিন্তু জীবনে বড় হইতে হইলে অনেক ধর্য্য ধারণ করে, নিজেকে প্রতিনিয়ত দক্ষ যত করতে পারবে ততো সামনের দিকে এগুতে পারবে|’

তাছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেট ট্রেইনার ডন সামদানি, আন্তর্জাতিক রেকর্ড হোল্ডার রওমান স্মিতা, এইচ আর প্রফেশনাল কাজী রাকিবুদ্দিন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যবসায়িক শাখার চেয়ারম্যান প্রফেসর ডা. জুলফিকর আলী, স্টার্টিংপ ও টেকনোলজি এক্সপার্ট সামি দোহা, সাবরিন সাবা, ফ্যাশন ডিসাইনার সাফিয়া সাথী, দ্যা মার্ভেলের প্রধান নির্বাহী ব্রেইটি সাবরিনা, ম্যাজিসিয়ান ওয়ালী বক্তা হিসাবে তাঁদের কর্ম জীবনের যাত্রার গল্প দর্শকদের মাঝে উপস্থাপনা করেছেন|
এনএসইউর প্র-ভাইস চান্সসেলোর (আইসি) ও ট্রেজারার প্রফেসর আব্দুর রব খান অনুষ্ঠিত উদ্ভধন করেন।
সিএসডি একাডেমির কর্ণধর ও প্রধান নির্বাহী ফাতিমা আক্তার নীলার পরিচালনায় ও সুলাইমান জিশানের সঞ্চলনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়| নর্থসাউথ উনিভার্সিটির ক্যারিয়ার এন্ড প্লেসমেন্ট সেন্টারের পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর ফারজানা নাহিদের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
অনুষ্টানটির পরিচালনায় এইচ এন্ড এইচ ফাউন্ডেশন, পিএসও, আইটি বিট্স, সহযোগিতায় এনএসইউ, ক্যারিয়ার প্লেসমেন্ট সেন্টার এবং পার্টনার হিসাবে ছিল রুচি, প্রাণ, ইভেন্ট স্টোরি, আমেরিকান আলুমনাই এসোসিয়েশন, গ্লোবাল ল থিংকার ও ষ্টার গল্প।











