দীর্ঘ সাত বছর পর দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারতে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি মাজারে গিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান খালেদা জিয়া। সেখানে গাড়িতেই বসে কিছুক্ষণ সময় কাটান তিনি। দোয়া-মোনাজাত শেষে রাত সাড়ে ১২টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’-য় ফিরে আসেন।
এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। উপস্থিত ছিলেন প্রয়াত মেজর (অব.) সাঈদ এসকান্দারের স্ত্রী নাসরিন আহমেদ, ছোট ভাই প্রকৌশলী শামীম এসকান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, এবং পরিবারের অন্য সদস্যরা।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এ এফ এম সিদ্দিকী, ডা. জাফর আহমেদসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।











