October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কা ট্যুরিজম রোডশো ও নেটওয়ার্কিং ইভনিং

ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত হলো শ্রীলঙ্কা ট্যুরিজম রোডশো ও নেটওয়ার্কিং ইভনিং

Image

দক্ষিণ ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত হলো “Sri Lanka Tourism Roadshow (B2B) & Networking Evening”—শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো (SLTPB) ও শ্রীলঙ্কা কনভেনশন ব্যুরো (SLCB)-এর যৌথ আয়োজনে। সোমবার (৬ অক্টোবর, ২০২৫) অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল মাদুরাইয়ে শ্রীলঙ্কার প্রথম এ ধরনের রোডশো।

শ্রীলঙ্কা থেকে অংশ নেন ৩৯টি শীর্ষস্থানীয় ট্রাভেল ও ট্যুরিজম প্রতিষ্ঠান, যারা দেশটির লিজার ও MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) সেক্টরকে প্রতিনিধিত্ব করেন। তাদের সঙ্গে ছিলেন দেশটির প্রিমিয়ার হোটেল, রিসোর্ট, সার্ভিস প্রোভাইডার এবং জাতীয় বিমান সংস্থা SriLankan Airlines-এর প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩০ জনেরও বেশি ভারতীয় ট্রাভেল ট্রেড পেশাজীবী এবং ৩৮ জন গণমাধ্যমকর্মী। এই আয়োজনটি দুই দেশের পর্যটন শিল্পের পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্পর্ক ও নতুন বিনিয়োগের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

শ্রীলঙ্কার পর্যটনকে দক্ষিণ ভারতের বাজারে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও পর্যটন প্রবাহ বাড়ানোই ছিল এই রোডশো ও নেটওয়ার্কিং ইভনিংয়ের মূল লক্ষ্য।

Scroll to Top