রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে তিনদিনব্যাপী বসতি মেলা শুরু হয়েছে। মেলাটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয়েছে।
এই মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্যতম সেরা আবাসন প্রকল্প প্রতিষ্ঠান স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি তার বিভিন্ন আবাসন প্রকল্পের প্রদর্শনী উপস্থাপন করছে এবং ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণীয় অফারও রেখেছে।
ঢাকার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুপরিকল্পিত ও নিরাপদ আবাসনের চাহিদা দিনদিন বাড়ছে। এই চাহিদা পূরণে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড বিগত ১৮ বছর ধরে কাজ করে যাচ্ছে, যার ফলে তারা দেশের আবাসন খাতে একটি প্রতিষ্ঠিত নাম হিসেবে পরিচিত।











