বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মি. ইমরান হায়দার সোমবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহোদয় হি.ই. মি. আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দুই পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি, আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়, যা আসন্ন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।
পাকিস্তানের হাইকমিশনার সম্প্রতি বাংলাদেশের সফরকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের জন্য চমৎকার আয়োজন ও আতিথেয়তার জন্য পররাষ্ট্র সচিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











