October 25, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

Image

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি আজ রবিবার (৫ অক্টোবর, ২০২৫) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।

রবিবার সকাল ৯টায় অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত রেংগলি শুরুতেই আমীরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনায় বাংলাদেশে চলমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পারস্পরিক বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত রেংগলি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সুইজারল্যান্ডের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক ও প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী।

অন্যদিকে, আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠক শেষে উভয় পক্ষই পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

Scroll to Top