October 25, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ভাটারার ৩৯ নং ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময়ে মাদক নির্মূলের অঙ্গীকার করলেন ড. এম এ কাইয়ুম

ভাটারার ৩৯ নং ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মতবিনিময়ে মাদক নির্মূলের অঙ্গীকার করলেন ড. এম এ কাইয়ুম

Image

রাজধানীর ভাটারার ৩৯ নং ওয়ার্ডে বিএনপি কর্তৃক আয়োজিত এলাকার ভোটার ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, এবং সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভাটারা থানার ১নং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান।

সভায় বক্তৃতা কালে ড. এম এ কাইয়ুম বলেন, বিএনপি চাঁদাবাজি বন্ধে বদ্ধপরিকর। তিনি আরও জানান, মাদক সম্পূর্ণভাবে ধ্বংস করতে যা যা প্রয়োজন, তা তিনি এলাকাবাসীর সহযোগিতায় করবেন।

ড. কাইয়ুম আরও বলেন, এলাকার অনেকের জমি বেহাত ও দখল হয়ে গেছে, তবে তিনি সবাইকে নির্বাচন পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেন যে, তাদের পাশে থাকবেন।

Scroll to Top