October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বনানী ও বসুন্ধরায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি

বনানী ও বসুন্ধরায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি

Image

রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ঢাকা শহরের মোট ২৫৪টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবে কেউ যদি নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করে, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।”

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মোঃ নজরুল ইসলাম, পিপিএমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top