ইসরাইলি সব হুমকি-ধমকীকে উপেক্ষা করে সমুদ্রপথে গাজার দিকে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের সর্ববৃহৎ নৌ বহর-দ্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইতোমধ্যে এই নৌ বহরটি ঢুকে পড়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। ফলে বেড়েই চলেছে উত্তেজনা। এই নৌ বহরে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমও।
বুধবার (১ অক্টোবর) দুপুরে গাজার প্রায় ১০০ নটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছে যায় নৌ বহরটি। পৌঁছেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই নৌ বহর থেকে বাংলাদেশের পতাকা হাতে ছবি প্রকাশ করেন শহিদুল আলম।
সমুদ্রপথে গাজামুখী ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’ তীব্র ঝড়ো আবহাওয়া এবং বহরের সামনের জাহাজগুলোতে হামলার খবর সত্ত্বেও তাদের বিপজ্জনক যাত্রা অব্যাহত রেখেছে বলে বৃহস্পতিবার(২ অক্টোবর) নিজের সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে তিনি এ কথা জানান।











