October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ওসাকায় ‘বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ওসাকায় ‘বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Image

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (জেবিসিসিআই) ও ওসাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সহযোগিতায় বুধবার (০১ অক্টোবর) ওসাকা চেম্বার মিলনায়তনে ‘বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বাংলাদেশ ও জাপানের শতাধিক ব্যবসায়ী ও বিনিয়োগকারী অংশগ্রহণ করেন।

জাপানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী সূচনা বক্তব্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন কার্যকর উদ্যোগ তুলে ধরেন। তিনি জাপানি বিনিয়োগকারীদের তৈরি পোশাক খাত ছাড়াও বাংলাদেশের চামড়াজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও কৃষিজাত পণ্য, তথ্যপ্রযুক্তি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানান।

Scroll to Top