October 25, 2025

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

Image

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।”

তিনি আরও জানান, বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য পৃথক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দরভাবে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবং এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মোঃ নজরুল ইসলাম পিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পেজ থেকে।

Scroll to Top