শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর শাহীনবাগ সংলগ্ন একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আব্দুল্লাহ্-আল-মাকসুস।

পরিদর্শনকালে তিনি পূজার প্রধান পুরোহিত, আয়োজক কমিটির সদস্য এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজামণ্ডপে মাঠপর্যায়ের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশ নৌবাহিনী সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, শান্তিপূর্ণ উৎসব উদযাপন এবং ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে নিরলসভাবে কাজ করে যাবে বলে পুনর্ব্যক্ত করা হয়।











