October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক ভিন্নতাকে শক্তিতে রূপান্তরিত করার অঙ্গীকার: মোস্তফা সরয়ার ফারুকী

বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক ভিন্নতাকে শক্তিতে রূপান্তরিত করার অঙ্গীকার: মোস্তফা সরয়ার ফারুকী

Image

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বাংলাদেশের জুলাই মাসের গণঅভ্যুত্থান আমাদের সামাজিক-সাংস্কৃতিক ভিন্নতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করেছে।” তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে ব্যবহৃত সাংস্কৃতিক বিভাজন সমাজকে ক্ষতবিক্ষত করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এসব চিহ্নিত বিভাজন নিরসনে অঙ্গীকারবদ্ধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

স্পেনের বার্সেলোনায় তিন দিনব্যাপী বিশ্ব সাংস্কৃতিক নীতি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে (MONDIACULT 2025) তিনি একথা বলেন।

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, সম্প্রতি আয়োজিত আনন্দ শোভাযাত্রা যেখানে সব জাতিগোষ্ঠীকে একত্রে নববর্ষ উদযাপনে যুক্ত করা হয়েছে—যা গত ৫৪ বছরে হয়নি। পাশাপাশি তিনি বলেন, ধর্মীয় উৎসবকে ঘিরে নিরপেক্ষ সাংস্কৃতিক নীতি অনুসরণ করছে সরকার। এ বছর দুর্গাপূজা, ঈদ ও বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে নেয়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ তার প্রমাণ।

সংস্কৃতির উদ্ভাবনী অর্থায়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্বও তুলে ধরেন ফারুকী। তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান ডিজিটাল মাধ্যম ও ওটিটি প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক কনটেন্ট প্রচারের জন্য।

সোমবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজের উদ্বোধনের মাধ্যমে এ ফোরাম শুরু হয়। বিশ্বের শতাধিক সংস্কৃতি মন্ত্রী ও নীতি নির্ধারকের অংশগ্রহণে আয়োজিত এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

বাংলাদেশের এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন ফিনল্যান্ড, প্যারাগুয়ে, মাল্টা ও পোল্যান্ডের সংস্কৃতি মন্ত্রীরা।

উল্লেখ্য, বিশ্বের সাংস্কৃতিক নীতি নির্ধারকদের সবচেয়ে বড় এ সমাবেশ আগামী ১ অক্টোবর ২০২৫ তারিখে যৌথ ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে।

Scroll to Top