October 25, 2025

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫-দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫-দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী

Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫-দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মূসা প্রমুখ।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত সফল গণঅভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য না হওয়ায় সমাধান আটকে আছে। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী জুলাই জাতীয় ঘোষণাপত্র ও সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সরকারের কাছে দুটি প্রস্তাব দিয়েছে—সংবিধান আদেশ জারি করা এবং নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করা।

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি অপরিহার্য। তবে সরকারের পক্ষ থেকে জনগণের যৌক্তিক দাবির প্রতি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

জামায়াতে ইসলামী গত ১৫ সেপ্টেম্বর ঘোষিত ৫-দফা গণদাবি পুনর্ব্যক্ত করে জানায়, এ দাবিগুলো ইতোমধ্যে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। তাই সরকারকে অবিলম্বে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

ঘোষিত কর্মসূচি:

  • ০১ অক্টোবর – ০৯ অক্টোবর: সারাদেশে গণসংযোগ, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনার।
  • ১০ অক্টোবর: রাজধানীসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল।
  • ১২ অক্টোবর: সারাদেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান।

দলটির পক্ষ থেকে এসব কর্মসূচি সফল করে জনগণের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Scroll to Top