October 25, 2025

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশে ফরাসি কমিউনিটিকে শুভেচ্ছা জানালেন

ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশে ফরাসি কমিউনিটিকে শুভেচ্ছা জানালেন

Image

বাংলাদেশে ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত Jean-Marc Séré-Charlet বাংলাদেশের ফরাসি কমিউনিটির উদ্দেশ্যে এক আন্তরিক বার্তা দিয়েছেন। তিনি ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বলেন, “প্রিয় সহদেশবাসী, শুভেচ্ছা। আমি বাংলাদেশের ফ্রান্সের রাষ্ট্রদূত। আমরা মি. নোজামী আলম-এর সঙ্গে বাংলাদেশি কমিউনিটির পুনর্জাগরণের কাজে যুক্ত হয়েছি। তার দক্ষতা ও ফ্রান্স-বাংলাদেশ ফোর্সেসের আন্তর্জাতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততাকে আমরা স্বীকৃতি দিচ্ছি।”

তিনি আরও বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক পরিসরে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

Scroll to Top