মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে অনুষ্ঠিত Sabah Investment and Trade Expo 2025 (SITE 2025)-এ প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। ২৬-২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা আয়োজন করেছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (FSI)।
২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৩টায় সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া (Datuk Shahelmey Yahya) মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অংশ নেওয়া বাংলাদেশের প্রসিদ্ধ খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান “প্রাণ”-এর বুথসহ বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন।

বাংলাদেশ বুথে অতিথিদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। এসময় তিনি বুথে প্রদর্শিত বাংলাদেশের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য সম্পর্কে অবহিত করেন এবং সাবাহ রাজ্যে বাংলাদেশের প্রসিদ্ধ পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে রাজ্য সরকারের সহযোগিতা কামনা করেন। ডেপুটি চিফ মিনিস্টার বাংলাদেশের হাইকমিশনকে ধন্যবাদ জানিয়ে ‘প্রাণ’-এর বিভিন্ন পণ্যসামগ্রীসহ বাংলাদেশের রপ্তানিপণ্যের প্রশংসা করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও ‘প্রাণ’-এর প্রতিনিধিকে সম্মাননা সনদ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলার অর্গানাইজিং চেয়ারম্যান দাতুক রিচার্ড লিম (Datuk Richard Lim), ফেডারেশন অব সাবাহ ইন্ড্রাস্ট্রিজ (FSI)-এর প্রেসিডেন্ট নাটালি ফুং (Natalie Fung), সাবাহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী চেম্বারের প্রতিনিধি, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) মো: মোরশেদ আলম, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, তৃতীয় সচিব (রাজনৈতিক) মো: তানজিম হোসেন এবং ‘প্রাণ’-এর প্রতিনিধিবৃন্দ—আবু বকর সিদ্দিক (হেড অফ সেলস), মো: পারবেজ হিরা (হেড অফ সেলস), সাকিব রাফি (মার্কেটিং এক্সিকিউটিভ) ও মুরুগান মার্ক (বিজনেস ডেভেলপমেন্ট, সাবাহ)।

মেলার দ্বিতীয় দিনে (২৭ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা FSI প্রেসিডেন্ট নাটালি ফুং, সাবেক প্রেসিডেন্ট দাতুক রিচার্ড লিমসহ ফেডারেশনের অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সাবাহ অঞ্চলে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে সহযোগিতা চান এবং নিকট ভবিষ্যতে ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। ফেডারেশনের প্রতিনিধিরা এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, SITE 2025-এ বাংলাদেশ প্যাভিলিয়নে খাদ্য ও পানীয়, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস, প্লাস্টিকপণ্য, তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শিত হচ্ছে। এ অংশগ্রহণের মাধ্যমে সাবাহ রাজ্যসহ মালয়েশিয়ার পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।











