October 25, 2025

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন করেছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “টেকসই রূপান্তরের জন্য পর্যটন”। দিবসটি ঘিরে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সেমিনারসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি র‌্যালির নেতৃত্ব দেন এবং টেকসই উন্নয়ন ও প্রকৃতির প্রতি সম্মান রেখে পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

পরে মাল্টিপারপাজ কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকার। আলোচনায় বক্তব্য দেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজের প্রেসিডিয়াম সদস্য জাবেদ আহমেদ, ছুটি রিসোর্ট অ্যান্ড ছুটি গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী এবং সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. সউদ আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শান্তি চাকমা।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “পর্যটন কেবল অর্থনীতির অংশ নয়; এটি মানবিকতা, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে সম্মানজনক সম্পর্ক তৈরির একটি মাধ্যম। টেকসই উন্নয়নের জন্য ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে।”

Scroll to Top