জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত “First Biennial Summit for a Sustainable, Inclusive and Resilient Global Economy: Implementing Commitments on Financing the Sustainable Development Goals” শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মূল বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য বার্ষিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘাটতি পূরণ অত্যন্ত কঠিন হলেও অপরিহার্য। চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনে করা অঙ্গীকারগুলো এখন বাস্তবে পরিণত করতে হবে।

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা প্রমাণ করে দারিদ্র্য কারো স্বপ্নের পথে বাধা হতে পারে না। আর্থিক অন্তর্ভুক্তি, সম্পদে প্রবেশাধিকার, নারীর উদ্যোক্তা উন্নয়ন, যুবকদের জন্য সোলার ও আইটি সুযোগ এবং সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি ও স্যানিটেশনসহ শিক্ষা কার্যক্রম—এসব উদ্যোগ বাস্তব ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে।
তিনি “সেভিল কমিটমেন্ট”–এর উল্লেখ করে এটিকে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, অবৈধ অর্থপ্রবাহ প্রতিরোধ, উন্নয়ন ব্যাংককে শক্তিশালী করা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার একটি নতুন কাঠামো হিসেবে তুলে ধরেন।
এসডিজি অর্থায়ন জোরদারে অধ্যাপক ইউনূস পাঁচটি অগ্রাধিকারমূলক পদক্ষেপ প্রস্তাব করেন:
১. ন্যায্যভাবে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি; প্রগতিশীল করব্যবস্থা নিশ্চিত করা এবং বহুজাতিক কোম্পানিগুলোর ন্যায্য কর প্রদানের বাধ্যবাধকতা আরোপ।
২. উদ্ভাবনী অর্থায়ন ও সামাজিক ব্যবসার মাধ্যমে অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান সৃষ্টি।
৩. বৈশ্বিক আর্থিক স্থাপনা ও ঋণ পরিচালনায় সংস্কার, যাতে উন্নয়নশীল দেশের কণ্ঠস্বর শক্তিশালী হয় এবং ঋণকে কৃচ্ছ্রসাধন নয় বরং স্থিতিস্থাপকতা ও উন্নয়নের হাতিয়ারে পরিণত করা যায়।
৪. স্বচ্ছতা নিশ্চিত করা, অবৈধ অর্থপ্রবাহ রোধ এবং নাগরিক ও তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি বাড়ানো।
৫. সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আবাসন, জলবায়ু সহনশীল কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রকৃতি-ভিত্তিক সমাধানে বিনিয়োগ দ্রুততর করা।
অধ্যাপক ইউনূস বলেন, “সেভিল কমিটমেন্ট আমাদের পথনকশা দিয়েছে; মানবতার ডাক আমাদের সেই পথে এগিয়ে যেতে বাধ্য করছে। চলুন মর্যাদা, অংশীদারিত্বপূর্ণ সমৃদ্ধি ও স্থিতিস্থাপকতার অর্থনীতি গড়ে তুলি, যাতে কেউ পিছিয়ে না থাকে।”











