October 25, 2025

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশি শ্রমিক নিয়োগে সহযোগিতা বাড়াতে বোয়েসেল ও এফএমএমের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশি শ্রমিক নিয়োগে সহযোগিতা বাড়াতে বোয়েসেল ও এফএমএমের মধ্যে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

Image

বাংলাদেশ সরকারী রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল ফেডারেশন অব মালয়েশিয়ান ম্যানুফ্যাকচারিং (এফএমএম) এর সাথে দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত করেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) সকাল এফএমএম-এর সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে এফএমএম-এর ডেপুটি প্রেসিডেন্ট জ্যাকব লি এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বোয়েসেল-এর পক্ষ থেকে সাইফুল ইসলাম বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিয়োগের জন্য এফএমএম-এর সদস্য কোম্পানিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের বোয়েসেলের সাথে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও শ্রমিক কল্যাণ এবং শ্রম সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এফএমএম-এর সদস্যরা বাংলাদেশী শ্রমিকদের কর্মদক্ষতা প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাদের নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তারা ভবিষ্যতের কর্মজগৎ ও প্রতিযোগিতার বাস্তবতা বিবেচনা করে বাংলাদেশী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ওপর জোর দেন।

এফএমএম-এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান দাতো’ নাথান কে সুপ্পিয়া, মিসেস হেমা থিরুচেলভাম, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার মিসেস সোফিনার আব্দুল হালিম, এবং সিনিয়র এক্সিকিউটিভ, বিজনেস এনভায়রনমেন্ট ডিভিশন। অনলাইনে যুক্ত ছিলেন মিঃ মাজলান হারন, মিসেস কারেন ইয়ং, মিঃ ইয়েও চেং পোর, মিঃ হিলমি এবং মিসেস অ্যানি ওই।

বাংলাদেশি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পলিসি এডভাইজার জিয়া হাসান, উপসচিব হেদায়েতুল ইসলাম মন্ডল, বোয়েসেলের মালয়েশিয়ায় অথরাইজড এজেন্ট জসওয়ান্ত সিং, বোয়েসেলের জেনারেল ম্যানেজার ও ফোকাল পয়েন্ট নূর আহমেদ, এবং হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রনব কুমার ঘোষ।

সভা শেষে ২৩ ও ২৪ সেপ্টেম্বর বোয়েসেল প্রতিনিধিদল মালয়েশিয়ার বিভিন্ন সরকারী দপ্তরের সঙ্গে বৈঠক করে বাংলাদেশী শ্রমিক নিয়োগ, প্রশিক্ষণ ও এক্রেডিটেশনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

Scroll to Top